বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সালমান আমাকেই বিয়ে করবেন, বললেন জেরিন

নজরুল ইসলাম ।। 

৫৩ বছর বয়সেও বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলর এখনও সালমান খান। একবার সালমান নিজেই স্বীকার করেছিলেন তিনি প্রাক্তন এক প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তার পর সেটি কোনও কারণে ভেঙে যায়।

এর পর অবশ্য তাকে বিয়ের ব্যাপারে জানতে চাওয়া হলেই তিনি সব সময় বলেছেন, সঠিক সময় সঠিক মেয়ে পেলেই তিনি বিয়ে করবেন। ২০১০-এ বীর ছবিতে সালমানের নায়িকা ছিলেন জেরিন খান। সালমানের সঙ্গে শীঘ্রই নাকি তিনি বিয়ে করতে চলেছেন।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেরিন বলেছেন, ‘আমি একটা মজার গুঞ্জন ছড়িয়ে দিতে চাই যে, সালমান আমাকে বিয়ে করতে চলেছেন।’

এর পর জেরিনকে সালমান খান, করণ সিং গ্রোভার ও গৌতম রোডেকে নিয়ে প্রশ্ন করা হয়। অপশন দেওয়া হয় কার সঙ্গে বিয়ে, হুক আপ ও কাকে মারতে চান তিনি। নায়িকা জবাব দেন, ‘আমি কাউকে মারতে চাই না, আমি বিয়েতে বিশ্বাস করি না। এটা জাস্ট একটা ইনস্টিটিউশন, একটা জোক। তাই হুক আপ করব সালমানের সঙ্গে, কারণ গৌতম ও করণ বিবাহিত।’

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

সালমান আমাকেই বিয়ে করবেন, বললেন জেরিন

প্রকাশের সময় : ০৩:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯
নজরুল ইসলাম ।। 

৫৩ বছর বয়সেও বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলর এখনও সালমান খান। একবার সালমান নিজেই স্বীকার করেছিলেন তিনি প্রাক্তন এক প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তার পর সেটি কোনও কারণে ভেঙে যায়।

এর পর অবশ্য তাকে বিয়ের ব্যাপারে জানতে চাওয়া হলেই তিনি সব সময় বলেছেন, সঠিক সময় সঠিক মেয়ে পেলেই তিনি বিয়ে করবেন। ২০১০-এ বীর ছবিতে সালমানের নায়িকা ছিলেন জেরিন খান। সালমানের সঙ্গে শীঘ্রই নাকি তিনি বিয়ে করতে চলেছেন।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেরিন বলেছেন, ‘আমি একটা মজার গুঞ্জন ছড়িয়ে দিতে চাই যে, সালমান আমাকে বিয়ে করতে চলেছেন।’

এর পর জেরিনকে সালমান খান, করণ সিং গ্রোভার ও গৌতম রোডেকে নিয়ে প্রশ্ন করা হয়। অপশন দেওয়া হয় কার সঙ্গে বিয়ে, হুক আপ ও কাকে মারতে চান তিনি। নায়িকা জবাব দেন, ‘আমি কাউকে মারতে চাই না, আমি বিয়েতে বিশ্বাস করি না। এটা জাস্ট একটা ইনস্টিটিউশন, একটা জোক। তাই হুক আপ করব সালমানের সঙ্গে, কারণ গৌতম ও করণ বিবাহিত।’