Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২৬ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র, মাদক ও মানব পাচার প্রতিরোধে অবৈধ পথে যাতে কেউ সীমান্ত টপকাতে না পারে সে বিষয়ে স্থানীয় জনগনের সাথে মতবিনিময় সভায় বিজিবির কঠোর হুশিয়ারী

বার্তাকন্ঠ
আগস্ট ২৬, ২০১৯ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল ইসলাম সৌরভ ।। 

অস্ত্র, মাদক ও মানব পাচার প্রতিরোধে অবৈধ পথে যাতে কেউ সীমান্ত টপকাতে না পারে সে বিষয়ে  স্থানীয়  জনগনের সাথে এক মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী দেয়া হয় বিজবির পক্ষ থেকে। সীমান্তের  ১৫০ গজের ভেতর যাতে কেউ ৩ ফুট উচচতার উর্দ্ধে  কোন ফসল  উৎপাদন করতে না পারে সে বিষয়ে নিষেধাঞা আরোপ করা হয়। তবে ৩ ফুট‘র নীচে সব ধরনের চাষাবাদ করা যাবে বলে বিজিবি জানায়।

আজ মংগলবার দুপুরে  বেনাপোল’র  পুটখালী বিজিবি ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান এ কথা বলেন।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল ইমরান উললাহ সরকার’র সভাপতিত্বে সভায় বক্তব রাখেন , বিজিবির  উপ-অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ, স্থানীয় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ,এএসপি জুয়েল ইমরান ও বেনাপোল প্রেস কাবের সভাপতি মহসিন মিলন   এ সময় বক্তব্য রাখেন।

পাঁচভূলাট সীমান্তে চোরাচালানীদের ছোড়া বোমায় নিহত হাবিলদার আকমল হোসেনের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ভবিষ্যৎ যাতে এমন অপ্রিতিকর ঘটনা না ঘটতে পারে সেজন্য সবাই সজাগ থাকার নির্দেশ দেন। চোরাচালান রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের জন্য জোর আহবান জানান বক্তারা।

উক্ত সভায় ২১ বিজিবি গত ৬ মাসে শুধুমাত্র পুটখালি সীমান্ত থেকে ৪৩ কোটি টাকার চোরাচালানকৃত সোনা, ফেন্সিডিল, বিদেশী মদ,গাঁজা, হেরোইন  নেশাজাতীয় ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সহ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে আটক ১ হাজার ৪৮৮ জন চোরাকারবারীকে আটক করা হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।