শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দেশ সেরা উদ্ভাবক  মিজানুর রহমান মিজান জেলার গন্ডি পেরিয়ে দেশ ব্যাপী ডেংগু সচেতনায় সাধারন মানুষ’র পাশে

আলেয়া থাতুন বৃস্টি ।। 

হারবে ডেংগু জিতবে দেশ – ডেংগু মুক্ত বাংলাদেশ-  এই স্লোগানকে সামনে রেখে দেশ সেরা উদ্ভাবক  মিজানুর রহমান মিজান এখন জেলার গন্ডি পেরিয়ে দেশ ব্যাপী ডেংগু সচেতনায় সাধারন মানুষকে উদ্ভুব্দ করতে  লিফলেট বিতরন কাজ শুরু করেছেন।  ক্রমাগতই তার ব্যতিক্রমধর্মী উদ্যোগ সাধারন মানুষের মাঝে স্থান  করে নিয়েছে। তিনি সারক্ষন লিফলেট, ফেসটুন , ব্যানার, হ্যান্ড মাইক সাথে নিয়ে নিজের তৈরী মোটর সাইকেলে করে ডেঙগু মুক্ত বাংলাদেশ গড়তে  সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছেন।

ডেঙ্গু থেকে সবাইকে বাঁচানোর জন্য তিনি নিজ উদ্যোগে যশোরের বিভিন্ন উপজেলায় বাজারে বাজারে লিফলেট বিতরণ করেছেন। সাধারন মানুষের সাথে ডেংগু নয়ে সচেতনতা মুলক বক্তব্য  রাখছেন। এমন কি বাজারে বাজারে বিল বোর্ড  সাটাচ্ছেন   নিজ হাতে।  গত রোববার তিনি ঢাকার লালবাগ, প্রেস ক্লাব, নয়া পল্টন, শ্যামলী সহ বিভিন্ন স্থানে ডেংগু সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরন করনে। তার এই উদ্যোগে বিভিণ্ন রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষাবিদ সহ স্কুল কলেজের শিক্ষার্র্থীরা তার সাথে মিলে মাঠে নেমে পড়েছে। সাবাই তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং  এ ধরনের কর্মকান্ডকে অভিনন্দন ও উৎসাহীত করে  বিবৃতি দিয়েছেন। শার্শা উপজেলা ইউএনও পুলক কুমার মন্ডল প্রচারনার লিফলেট দিয়েছেন তাকে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

দেশ সেরা উদ্ভাবক  মিজানুর রহমান মিজান জেলার গন্ডি পেরিয়ে দেশ ব্যাপী ডেংগু সচেতনায় সাধারন মানুষ’র পাশে

প্রকাশের সময় : ০৭:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
আলেয়া থাতুন বৃস্টি ।। 

হারবে ডেংগু জিতবে দেশ – ডেংগু মুক্ত বাংলাদেশ-  এই স্লোগানকে সামনে রেখে দেশ সেরা উদ্ভাবক  মিজানুর রহমান মিজান এখন জেলার গন্ডি পেরিয়ে দেশ ব্যাপী ডেংগু সচেতনায় সাধারন মানুষকে উদ্ভুব্দ করতে  লিফলেট বিতরন কাজ শুরু করেছেন।  ক্রমাগতই তার ব্যতিক্রমধর্মী উদ্যোগ সাধারন মানুষের মাঝে স্থান  করে নিয়েছে। তিনি সারক্ষন লিফলেট, ফেসটুন , ব্যানার, হ্যান্ড মাইক সাথে নিয়ে নিজের তৈরী মোটর সাইকেলে করে ডেঙগু মুক্ত বাংলাদেশ গড়তে  সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছেন।

ডেঙ্গু থেকে সবাইকে বাঁচানোর জন্য তিনি নিজ উদ্যোগে যশোরের বিভিন্ন উপজেলায় বাজারে বাজারে লিফলেট বিতরণ করেছেন। সাধারন মানুষের সাথে ডেংগু নয়ে সচেতনতা মুলক বক্তব্য  রাখছেন। এমন কি বাজারে বাজারে বিল বোর্ড  সাটাচ্ছেন   নিজ হাতে।  গত রোববার তিনি ঢাকার লালবাগ, প্রেস ক্লাব, নয়া পল্টন, শ্যামলী সহ বিভিন্ন স্থানে ডেংগু সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরন করনে। তার এই উদ্যোগে বিভিণ্ন রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষাবিদ সহ স্কুল কলেজের শিক্ষার্র্থীরা তার সাথে মিলে মাঠে নেমে পড়েছে। সাবাই তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং  এ ধরনের কর্মকান্ডকে অভিনন্দন ও উৎসাহীত করে  বিবৃতি দিয়েছেন। শার্শা উপজেলা ইউএনও পুলক কুমার মন্ডল প্রচারনার লিফলেট দিয়েছেন তাকে।