মো: ইদ্রিস আলী।।
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন শরবানহুদা গ্রাম থেকে ৬ কেজি গাঁজাসহ মোঃ সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম স্বরবানহুদা গ্রামের মৃত তক্কেল মোড়লের ছেলে।
গতরাতে বেনাপোল পোর্ট থানার ওসি সৈয়দ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই পিন্টু লাল দাস, এএসআই রিপন দাস ও এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে স্বরবানহুদা গ্রাম ঈদগাহ পাড়ায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামের বাড়ির সামনে বালির ভিতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ওসি সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বরবানহুদা গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। উদ্ধার গাঁজার আনুমানিক মুল্য ১ লাখ ২০ হাজার টাকা।