Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে ৩ মুসলিম দেশে হামলা ইসরাইলের

বার্তাকন্ঠ
আগস্ট ২৭, ২০১৯ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মামুন বাবু ।। 

সিরিয়া, লেবানন ও ইরাকে ২৪ ঘণ্টারও কম সময়ে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে একইসঙ্গে হা’মলা চালিয়েছে ইসরাইল। তাদের দাবি নিজেদের রক্ষার জন্যই তারা শনিবার মধ্যরাত থেকে রবিবার পর্যন্ত এসব হা’মলা চালিয়েছে।

শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে সিরিয়ার রাজধানী দামেস্কে বড় ধরনের সমন্বিত হা’মলা চালায় ইসরায়েল বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। হা’মলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আগেই হা’মলা চালানো হয়েছে কারণ ইসরায়েলে ইরানের ‘বড় ধরনের হা’মলা’ চালানোর প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কোথাও ইরানকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক টুইটারে বলেছে, ‘সিরিয়ায় শিয়া মিলিশিয়া লক্ষ্যবস্তুতে এবং ইরানি কুদস বাহিনীর সদস্যদের ওপর কেবলই হা’মলা চালিয়ে আমরা ইসরায়েলের ওপর বড় ধরনের ‘কিলার ড্রোন’ হা’মলার প্রস্তুতি ঠেকিয়ে দিয়েছি।’ অবশ্য সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে সিরিয়ার ক্ষেপ’ণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে প্রায় একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের ওপর আত্মঘাতী ড্রোন হা’মলা চালিয়েছে ইসরায়েল। একটি ড্রোন হা’মলায় হিজবুল্লাহর মিডিয়া সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। অপরটি মাঝ আকাশেই বিধ্বস্ত হয়। ড্রোন হা’মলার ঘটনায় ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের এই আগ্রাসন মেনে নেবে না। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করবে তারা।

প্রতিবেদনে আল-জাজিরা আরও জানায়, সিরিয়া সীমান্তবর্তী ইরাকের আনবার প্রদেশে রবিবার হাশদ আল-শাবি’র ওপর ইসরায়েল ড্রোন হা’মলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মিলিশিয়া বাহিনীটি। এতে তাদের দুই যোদ্ধা নিহত হয়েছেন বলেও জানিয়েছে পপুলার মোবিলাইজেশন ফোর্স-পিএমএফ হিসেবেও পরিচিত এই মিলিশিয়া গোষ্ঠী। রবিবার এক বিবৃতিতে পিএমএফ বলেছে, ‘ইরাকে ধারাবাহিক ইহুদিবাদী হা’মলার অংশ হিসেবে ইসরায়েল ফের হাশদ আল-শাবিকে হা’মলার লক্ষ্যবস্তু করেছে। এদিন দুটি ইসরায়েলি ড্রোন ইরাকি আকাশসীমায় ছিল।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।