মাহবুবুল আলম টুটুল ।।
যশোরের চৌগাছায় শিশু (৬) ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি শিব রায়কে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা সোমবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, শিব তার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল। পিবিআই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে।
গত ২৪ আগস্ট দুপুরের পরে চৌগাছার দেবালয় গ্রামে সুকুমার রায়ের ছেলে শিব রায় ওই শিশুকে ধর্ষণ করে। মেয়েটির মা সেইসময় পুজা-অর্চনা করছিলেন আর সে বাড়ির পাশে অন্যদের সঙ্গে খেলা করছিল। রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে মেয়েটি তার মাকে জানায়, শিব তাকে কষ্ট দিয়েছে।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ওই রাতেই চৌগাছা হাসপাতাল থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা করা হয়।
চৌগাছা থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস বলেন, পিবিআইয়ের সহযোগিতায় শিবকে মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে গ্রেপ্তার করা হয়। দূরসম্পর্কের আত্মীয় সুনীল শর্মার বাড়িতে সে আত্মগোপন করে ছিল।