বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাক রাখতে নির্মিত হচ্ছে কার্গো ভেহিকেল টার্মিনাল : ব্যায় ১৯০ কোটি টাকা

মো: ইদ্রিস আলী।।

দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে পণ্যবাহী গাড়ি সংরক্ষণের সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ’ এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৮৯ কোটি ৬৮ লাখ টাকা।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভার পর মন্ত্রী এম এ মান্নান বলেন, আমদানি-রপ্তানি কাজে গতি আনা এবং স্থলবন্দর সংলগ্ন এলাকার যানজট নিরসনে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের সঙ্গে স্থল বাণিজ্যের ক্ষেত্রে এ বন্দর ব্যবহারের চাহিদাও বাড়বে বলে জানান মন্ত্রী।

একনেকের বৈঠকে এ প্রকল্পটিসহ পাঁচ হাজার ৪৯৪ কোটি ৪ লাখ টাকা ব্যয়ের ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে পাঁচ হাজার ৪১৬ কোটি টাকা আর ৭৮ কোটি টাকা অনুদান হিসেবে দেবে ডেনমার্কের সহযোগী সংস্থা ড্যানিডা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাক রাখতে নির্মিত হচ্ছে কার্গো ভেহিকেল টার্মিনাল : ব্যায় ১৯০ কোটি টাকা

প্রকাশের সময় : ০৭:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
মো: ইদ্রিস আলী।।

দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে পণ্যবাহী গাড়ি সংরক্ষণের সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ’ এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৮৯ কোটি ৬৮ লাখ টাকা।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভার পর মন্ত্রী এম এ মান্নান বলেন, আমদানি-রপ্তানি কাজে গতি আনা এবং স্থলবন্দর সংলগ্ন এলাকার যানজট নিরসনে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের সঙ্গে স্থল বাণিজ্যের ক্ষেত্রে এ বন্দর ব্যবহারের চাহিদাও বাড়বে বলে জানান মন্ত্রী।

একনেকের বৈঠকে এ প্রকল্পটিসহ পাঁচ হাজার ৪৯৪ কোটি ৪ লাখ টাকা ব্যয়ের ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে পাঁচ হাজার ৪১৬ কোটি টাকা আর ৭৮ কোটি টাকা অনুদান হিসেবে দেবে ডেনমার্কের সহযোগী সংস্থা ড্যানিডা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন।