মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা মৌতলা ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জন্য
ইন্টার ফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় ইউনিয়ন
স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র প্রাঙ্গনে ইউএস আইডির খাদ্য নিরাপত্তা
উন্নয়ন কার্যক্রম নবযাত্রা এর সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন ভিডিসি কমিটির কোষাধ্যক্ষ মহতাব উদ্দিন এর সভাপতিত্বে ও
নবযাত্রা প্রকল্পের ইউনিয়ন এস এ ও গোপাল চন্দ্র মন্ডলের সঞ্চালনায় প্রধান
অতিথি হিসবে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান
খলিলুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত
চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম (বাটুল), কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য
প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, নবযাত্রা প্রকল্পের ইউনিয়
এম সি এইচ এন অর্গানাইজার রুবিনা হক, ওয়ার্শ কম্পনেন্ট এর ইউনিয়ন এফ এফ
রোমানা হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের
ভিডিসি কমিটির সদস্য, মসজিদের ইমাম, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধি
ও সাংবাদিকবৃন্দ।