Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ১ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে চ্যানেল আই এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তাকন্ঠ
অক্টোবর ১, ২০১৯ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাজেদুর রহমান ।। 
কোটি প্রাণে মিশে আমরা এখন ২১-এ। এমন শ্লোগানকে সামনে রেখে বেনাপোলে চ্যানেল আই পালন করল ২১ বছরের পদার্পন উৎসব। পহেলা অক্টোবর মঙ্গলবার ২০ পেরিয়ে ২১ পা দিল দেশের এই জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল। বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমানের নেতৃত্বে প্রেস কাব বেনাপোল থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভা যাত্রা। বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসকাবে এক আলোচনা সভা অনিুষ্ঠিত হয়।
এ সময় চ্যানেল আই এর বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসকাব বেনাপোল এর সভাপতি মহসিন মিলন। আরো উপস্থিত ছিলেন প্রেসকাব বেনাপোলের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু, সাবেক সাধারন সম্পাদক বকুল মাহবুব, দৈনিক যায়যায়দিনের জিএম আশরাফ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক সকাল বেলার মশিয়ার কাজল, এস এ টিভির নাছির উদ্দিন, ৭১ টেলিভিশনের মুসলিম উদ্দিন পাপ্পু প্রমুখ।

১০৯৯ সালের ১ লা অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আই এর। সেদিন বুকভরা স্বপ্ন আর দেশ ও জনগনের কল্যানে শতভাগ দায়বদ্ধতার এক নতুন প্রত্যয় ছিল চ্যানেল আই এর পরিচালনা পর্ষদের। একটি আধুনিক টেলিভিশ যা মানুষের তথ্যের তৃষ্ণা মেটাবে, মানুষের মুল্যেবোধ জাগ্রত করবে তার বন্ধ চোখ খুলে দেবে তার জীবনের প্রয়োজনের সঙ্গে মিশে যাবে এই ছিল স্বপ্ন ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।