মনিরুল আলম মিশর ।।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ১৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
মঙ্গলবার রাতে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ভারতীয় ওই জেলেদের আটক করা হয়। থানা পুলিশে হস্তান্তর করার পর বুধবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলহাজতে পাঠানো ভারতীয় জেলেরা হলেন- ওলানাথ দাস (৬০), মিন্টু দাস (২৫), বাবলু দাস (৪২), উত্তম দাস (২৬), কিরণ দাস (৬৫), রাজেস দাস (৩২), কার্তিক দাস (৪৫), আনন্দ দাস (৫০), নেপাল দাস (২৯), বাসুদেব দাস (৩০), সূর্য দাস (২৬), উত্তম (৩৫), সোনারাম দাস (৫১), বিমল দাস (৪৮) ও কিল্টন দাস (২৩)। তাদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলায়।
নৌবাহিনীর বরাত দিয়ে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) তুহিন মন্ডল জানান, বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ শিকারের অপরাধে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে নৌবাহিনী ১৫ ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় সোপর্দ করে। এসময় ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি মা-লক্ষ্মী’ জব্দ করা হয়।
তুহিন মন্ডল বলেন, আটক ১৫ ভারতীয় জেলেদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।