
তানজীর মহসিন ।। —শারদীয় দূর্গোৎসবের প্রাক্কালে সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতির খোজ খবর নিতে যশোর জেলা পুলিশ সুপার মইনুল হক বুধবার বিকালে নামাচার্য হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রম সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি, আশ্রমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন। আসন্ন শারদীয় দূর্গোৎসবে নিরাপত্তা বিঘ্নকারিদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান। সেই সাথে তিনি সনাতন ধর্মালম্বীদের অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানান।পরিদর্শন কালে পুলিশ সুপারের সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান।
আশ্রম অধ্যক্ষ মাধবদাস বাবাজী অতিথিদের কে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক, শ্যামল দাস, পৌর পূজাউদযাপন পরিষদের সভাপতি শ্রী শান্তিপদ গাঙ্গুলী, সাধারন সম্পাদক উজ্জল বিশ্বাস, যুগ্ম-সম্পাদক শম্ভু বিশ্বাস, পোর্ট থানার সাব-ইনেস্পক্টর পিন্টুলাল সহ পৌর পূজাউদযাপন পরিষদের নেতৃবৃন্দ।