Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

আবারো সালমানের সঙ্গে মাধুরী

Shahriar Hossain
অক্টোবর ৩, ২০১৯ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

মো: ইদ্রিস আলী :-

২৫টি বছর। অনেকটা সময়। সেই ১৯৯৪ সালের কথা। ‘হাম আপকে হ কৌন’ সিনেমার কথা মনে আছে অনেকের। সিনেমাটি দেখে ওই সময়ে সিনেমাপ্রেমীরা নিশা আর প্রেমনাথকে মনে গেঁথে নিয়েছিলেন। মুগ্ধ হয়েছিলেন তাদের অভিনয় দক্ষতায়। এই নিশা আর প্রেম ছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত।

সুরাজ ভারতরাজ পরিচালিত সেই ছবির আমেজ আজও নব্বই দশকের দর্শকের হূদয়ে বহমান। এরপর আরো কিছু ছবিতে তারা কাজ করেছেন। দেখা গেছে বেশ কিছু অনুষ্ঠানেও।

সেই সালমান ও মাধুরী এবার মুখোমুখি হচ্ছেন ভিন্ন রকম এক আয়োজনে। যেখানে সালমানের অতিথি হয়ে হাজির হবেন ‘দেবদাস’র চন্দ্রমুখী।

জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর (আজ) থেকে ভারতীয় চ্যানেল কালারসে প্রচার হবে ‘বিগ বস’-এর ১৩তম মৌসুম। এরই মধ্যে ‘বিগ বস ১৩’র ঘর এবার কীভাবে সাজানো হয়েছে তার বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেল ‘বিগ বগ’-এর ঘরে থাকবেন মাধুরীও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বিগ বস ১৩’ প্রমো। যেখানে দেখা যাচ্ছে, মাধুরীর হাত ধরে ‘বিগ বস’র ঘরে প্রবেশ করছেন সালমান খান। ব্যাকগ্রাউন্ডে বাজছে এই তারকা জুটির অভিনীত ‘হাম আপকে হ্যায় কৌন’র মিউজিক। এরপর ‘দেখা হ্যায় পেহলি বার’ এবং ‘আজ কি পার্টি’ গানের তালে নাচতেও দেখা গেছে নব্বই দশকের জনপ্রিয় জুটিকে।

এ বছর গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে বানানো হয়েছে ‘বিগ বস ১৩’র ঘর। যার ডেকোরেশনে বেগুনি এবং গোলাপি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাড়িটির ডিজাইন করেছেন ওমাঙ কুমার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
 
%d bloggers like this: