Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

পুলিশের আরও ১১ এএসপি বদলি

বার্তাকন্ঠ
অক্টোবর ৩, ২০১৯ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

নুরুজ্জামান লিটন :-

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আরও ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমানকে নোয়াখালী জেলার চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার, গাজীপুর জেলার সহকারী পুলিশ সুপার আলী আকবর শরীফকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, ৪র্থ এপিবিএন বগুড়ার সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই সরকারকে রংপুর পিটিসির সহকারী পুলিশ সুপার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার বিনয় কুমারকে নওগাঁ জেলার সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও পিবিআই ঢাকার সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলামকে বরগুনা আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ৮ম এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার আজমীর হোসেনকে ১৩ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমানকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার এইচ এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকীকে ১৩ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হান্নান রনিকে ১৩ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসানকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।