Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কপিল দেবের পদত্যাগ

বার্তাকন্ঠ
অক্টোবর ৩, ২০১৯ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ইমরান হোসেন আশা :-

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে পদত্যাগ করেছেন কপিল দেব। তিনি ছিলেন কমিটির প্রধান। একই কমিটি থেকে একদিন আগে পদত্যাগ করেন আরেক সদস্য শান্তা রাঙ্গাস্বামী। কপিল দেব পদত্যাগের কারণ খোলাসা করে বলেননি। কিন্তু এর আগে তার বিরুদ্ধে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের অভিযোগ আসায় পদত্যাগের কারণ হিসেবে ধরা হচ্ছে।

আগের কমিটি থেকে সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ ও শচীন টেন্ডুলকার পদত্যাগ করলে অ্যাডহক ভিত্তিতে জুলাইয়ে কমিটিতে নিয়োগ পান কপিল দেবসহ আরও দু’জন। এই কমিটিই পরে নতুন করে বাছাই করে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে।

সম্প্রতি কমিটির তিনজনের বিরুদ্ধে স্বার্থজনিত সংঘাতের অভিযোগ তুলেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।