Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ভক্তদের কাছে শ্রাবন্তী আবেদন

বার্তাকন্ঠ
অক্টোবর ৩, ২০১৯ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ইকবাল হোসেন:- 

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা কাছাকাছি। আর তাইতো সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাদের মধ্যেও দেখা দিয়েছে অন্যরকম আগ্রহ। ভক্তদের উদ্দেশে তারকারা দিচ্ছেন বিভিন্ন শুভেচ্ছা বার্তা।
তবে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবেদন করেছেন। ভক্তদের বিভিন্ন সাজের ছবি দেখতে চেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, পূজা এসে গেছে, সবাই খুব আনন্দিত তাই না? আমি তো অনেক বেশি আনন্দিত। এখন তো পূজার সাজে সেজে বসে আছি। আমি তোমাদেরকেও দেখতে চাই। তোমরা অনেক অনেক ছবি আপলোড করো ফেসবুকে, ইনস্টাগ্রামে ও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে। আমিও দেখতে চাই তোমরা কেমন কেমন সাজছ। ইতোমধ্যে পূজার গন্ধ এসে গেছে। সকলেই ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দিয়েছেন। আমিও একটা ঠাকুর দেখে চলে এসেছি। সকলকেই পূজার অনেক শুভেচ্ছা জানালাম। সকলের পূজা খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকুক। সকলের প্রতি ভালোবাসা রইলো।
বিয়ের পর স্বামী রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তী এবার প্রথম দুর্গা পূজা উদযাপন করবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।