Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ৪ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

শুধু্ই বন্ধু নাকি বেশি কিছু?

বার্তাকন্ঠ
অক্টোবর ৪, ২০১৯ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

মনিরুল আলম মিশর :-

ভিকি কৌশল। ‘মাসান’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তারপর একের পর এক প্রশংসিত ছবিতে ডাক পেয়েছেন। সঞ্জু, রাজি, মনমর্জিয়া ও উরির মতো ব্যবসাসফল সিনেমা আছে তার ঝুলিতে। এমন নায়ককে স্বপ্নের পুরুষ হিসেবে পেতে কে না চায়। অবশ্য ভিকিকে ইদানীং যার সঙ্গে দেখা যাচ্ছে, তিনিও কম খ্যাত নন।

শোনা যাচ্ছে, ভিকি নাকি এখন ক্যাটরিনা কাইফের সঙ্গে ডেট করছেন। এক বন্ধুর বাড়িতে ভিকি ও ক্যাটরিনার মধ্যে আলাপ হয়। প্রথম দিন থেকেই নাকি তারা একে-অপরের সান্নিধ্য পছন্দ করতে শুরু করেন। যদিও বন্ধুরা বলছেন, ভিকি ও ক্যাট শুধুই বন্ধু। এর বেশি কিছু নয়। কিন্তু দু’জনের ঘনিষ্ঠতা কিন্তু অন্য কথা বলছে।

এমনও শোনা যায়, কোনো এক ছবির জন্যই নাকি ঘনঘন সাক্ষাৎ করছেন তারা। পরে জানা যায়, দুজনের একসঙ্গে কোনো ছবি নেই সামনে। তা সত্ত্বেও একসঙ্গে সময় কাটাচ্ছেন। ফলে জল্পনা আরও বাড়ছে।

মাসখানেক আগে প্রকাশ্যে আসে অভিনেত্রী হারলিন শেঠির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে ভিকির। টেলিভিশনের দুনিয়ায় হারলিন অতি বিখ্যাত না হলেও অপরিচিতও নন। অনেক বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও নাম লিখিয়েছেন তিনি।

কেউ কেউ বলছেন, ক্যাটরিনার জন্যই নাকি হারলিনকে ছেড়েছেন ভিকি। একটি অনুষ্ঠানে গিয়ে ক্যাটের প্রশংসা করেন নায়ক। ক্যাটরিনাও ‘কফি উইথ করণ’-এ এসে ভিকির তারিফ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।