Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ৪ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

মা-বোনকে নিয়ে পূজা মণ্ডপে কাজল

বার্তাকন্ঠ
অক্টোবর ৪, ২০১৯ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সম্রাট আকবর :–

মুম্বাইয়ের মুখার্জি পরিবার বলতে অভিনেত্রী কাজল ও রানি মুখার্জির বাড়ির কথাই বোঝায়। প্রত্যেক বছর ধুমধাম করে দুর্গাপূজা সেলিব্রেট করেন তারা। এবারও তার অন্যথা হলো না।

পূজা উপলক্ষে একত্রিত হয় গোটা মুখার্জি পরিবার। জি নিউজ জানায়, এবারও ষষ্ঠীর দিনের মা তনুজা ও বোন তানিশাকে নিয়ে পূজা মণ্ডপে হাজির হয়েছিলেন কাজল।

তাদের সঙ্গে দেখা গেল চাচাতো বোন অভিনেত্রী শর্বাণী মুখোপাধ্যায় ও ভাই সম্রাট মুখোপাধ্যায়কে। সেই ছবি ও ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।তবে এখনো ক্যামেরায় ধরা পড়েননি রানি। আদিত্য চোপড়ার ঘরনি কবে আসবেন পূজায়- জানা যায়নি।

এদিন কাজলকে দেখা গেল লাল কামিজ ও সাদা পালাজোতে, তানিশার পরনে ছিল গোলাপি শাড়ি এবং তনুজা পড়েছি অফ হোয়াইট রঙের কাঁথা স্টিচের শাড়ি। শর্বাণীকে দেখা গেল কমলা পাড়ের সাদা ট্র্যাডিশনাল শাড়িতে। সম্রাটের পরনে ছিল সবুজ পাঞ্জাবি।কাজলের হাতে দেখা যায় হলুদ রঙের একটি ব্যাগ, যেটা নাকি বোনের জন্য নিজের হাতে বানিয়েছেন তানিশা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।