Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ৪ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বাবার বিয়ে প্রশ্নে চমকপ্রদ জবাব সারার

বার্তাকন্ঠ
অক্টোবর ৪, ২০১৯ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জহিরুল ইসলাম রিপন :-

রুপালি পর্দায় অভিষেক হওয়ার পর থেকেই লাইমলাইটে বলিউড সুপারস্টার সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। ‘বিউটি উইথ ব্রেনস’ বলতে যা বোঝায় তিনি এক্কেবারে তাই। সম্প্রতি ভারতের হ্যালো ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে সেটা আরও একবার প্রমাণিত হলো। সেখানে সারার সঙ্গে তার ছোট ভাই ইব্রাাহিম আলি খানও ছিলেন।

ওই সাক্ষাৎকারে সারাকে প্রশ্ন করা হয়, কারিনার সঙ্গে বাবা সাইফের বিয়ের খবর শুনে লেগেছিল তার এবং মা অমৃতার? সারার অপকট জবাব, বিয়ের খবর পেয়ে মায়ের সঙ্গে লকার থেকে গয়না তুলতে গিয়েছিলাম। এছাড়া মা নিজে আবু জানি ও সন্দীপ খোসলাকে ফোন করে বলেছিলেন, ‘সাইফ বিয়ে করছে। ওর বিয়েতে সারার পরার জন্য সবচেয়ে সুন্দর লেহেঙ্গা বানিয়ে দাও।’

এদিকে এটি সারার ছোট ভাই ইব্রাহিমের প্রথম সাক্ষাৎকার এবং কোনো পত্রিকার জন্য ফটোশ্যুট। সেখানে ইব্রাহিম জানান, যেখানেই যাই, পুরনো আত্মীয়, মা অথবা পারিবারিক বন্ধু সবাই একটা কথাই বলেন। আমি নাকি বাবার মতো দেখতে। আমারও মনে হয় আমাদের দুজনকে কিছুটা এক রকমই দেখতে। কিন্তু এ সবের বাইরে একটা কথাই বলব, বাবা আমার কাছে খুব স্পেশাল।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।