রুপালি পর্দায় অভিষেক হওয়ার পর থেকেই লাইমলাইটে বলিউড সুপারস্টার সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। ‘বিউটি উইথ ব্রেনস’ বলতে যা বোঝায় তিনি এক্কেবারে তাই। সম্প্রতি ভারতের হ্যালো ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে সেটা আরও একবার প্রমাণিত হলো। সেখানে সারার সঙ্গে তার ছোট ভাই ইব্রাাহিম আলি খানও ছিলেন।
ওই সাক্ষাৎকারে সারাকে প্রশ্ন করা হয়, কারিনার সঙ্গে বাবা সাইফের বিয়ের খবর শুনে লেগেছিল তার এবং মা অমৃতার? সারার অপকট জবাব, বিয়ের খবর পেয়ে মায়ের সঙ্গে লকার থেকে গয়না তুলতে গিয়েছিলাম। এছাড়া মা নিজে আবু জানি ও সন্দীপ খোসলাকে ফোন করে বলেছিলেন, ‘সাইফ বিয়ে করছে। ওর বিয়েতে সারার পরার জন্য সবচেয়ে সুন্দর লেহেঙ্গা বানিয়ে দাও।’
এদিকে এটি সারার ছোট ভাই ইব্রাহিমের প্রথম সাক্ষাৎকার এবং কোনো পত্রিকার জন্য ফটোশ্যুট। সেখানে ইব্রাহিম জানান, যেখানেই যাই, পুরনো আত্মীয়, মা অথবা পারিবারিক বন্ধু সবাই একটা কথাই বলেন। আমি নাকি বাবার মতো দেখতে। আমারও মনে হয় আমাদের দুজনকে কিছুটা এক রকমই দেখতে। কিন্তু এ সবের বাইরে একটা কথাই বলব, বাবা আমার কাছে খুব স্পেশাল।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho