মশিয়ার রহমান কাজল:-
বক্স অফিসে মুখ মুখ থুবড়ে পড়েছে শাহরুখের একের পর এক ছবি। তাই বহুদিন হলো সিনেমায় দেখা যাচ্ছে না শাহরুখ খানকে। আপাতত তিনি সিনেমার রঙিন দুনিয়া থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছেন। সময় কাটাচ্ছেন নিজের পরিবার ও ছেলে-মেয়েদের সঙ্গে। সম্প্রতি এ বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন শাহরুখ পত্নী গৌরী খান।
তৈমুরের মতোই সুহানা, আরিয়ান এবং আব্রামকেও পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশের মুখোমুখি হতে হয় এ বিষয়ে প্রশ্ন করা হলে গৌরী বলেন, ‘আমার মনে হয় না। কারণ, সুহানা ও আরিয়ান গত ৭-৮ বছর ধরে পড়াশোনার জন্য বাইরেই রয়েছে। তাই ওরা এতটাও সমস্যায় পড়ে না। যখন ছুটি কাটাতে বাড়িতে আসে তখনই এটা হয়। পাপারাৎজিরা ওদের ফলো করে। তবে আমার মনে হয়, ওদের এতে কোনও সমস্যা হয় না। আব্রামের বিষয় যদি বলেন তাহলে ও সেখানে যায়ই না পাপারাৎজিরা যেখানে থাকে। ও এড়িয়ে চলে। আর ও বাড়িতে কাটাতেই বেশি ভালোবাসে।’
প্রসঙ্গত, শাহরুখ কাজের বাইরে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে ভালোবাসেন, সেটা তিনিও বারবার স্বীকার করে এসেছেন। তাই এই বিরতিটাও বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন শাহরুখ।