বেনাপোলের ভবেরবেড় গ্রামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংগ্রাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০টার সময় বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সংগ্রাম ভবারবেড় গ্রামের মনির হোসেনের ছেলে।
ধর্ষিতার বাবা গোলাম হোসেন জানান, তার মেয়ে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সংগ্রাম আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে কয়েকবার ধর্ষণ করেছে। বিষয়টি আমরা জানার পরে সংগ্রামসহ তার পরিবারের তিনজনকে আসামি করে শনিবার পোর্ট থানায় মামলা করি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর ওই যুবককে আটক করা হয়েছে। সংগ্রাম তাকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে কয়েকবার ধর্ষণ করেছে। সর্বশেষ ঘটনাটি ঘটে ২৩ সেপ্টেম্বর। বিষয়টি তার স্বজনরা জানার পরে সংগ্রামসহ তার পরিবারের তিনজনকে আসামি করে শনিবার রাত সাড়ে ১০টায় থানায় মামলা করে।
এরই পরিপেক্ষিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সংগ্রামকে তার বাড়ি থেকে আটক করে। মামলা নং ০৮ তারিখ ০৫/১০/১৯। কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের আটকে অভিযান চলছে বলে ওসি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho