নজরুল ইসলাম :-
বেনাপোল’র দিঘিরপাড় গ্রাম থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ সাফিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) সকাল ৮টায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।
আটক সাফিয়া বেনাপোল পোর্ট থানাধীন দীঘিরপাড় গ্রামের আবু বক্করের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় দীঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ সাফিয়াকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান নিশ্চিত করে জানান, আটক আসামিকে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট র্থানায়।