মো: ইদ্রিস আলী :-
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদেরকে উপযুক্ত শাস্তিই দেওয়া হবে।’
মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় আনিসুল হক বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন নেতারা দেশের সব দুর্ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এখন ওনারা (বিএনপি) যে বেসুরো গান গাইছেন এতে জনগণ কান দেবে না।’
আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জননেত্রী শেখ হাসিনা এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, বরং এদেশে আইনের শাসন ওনারা নষ্ট করেছেন। সুতরাং ওনাদের (বিএনপি) আগে শোধরাতে হবে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।