Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

উপাচার্য কোথায় জানতে চান বুয়েটের শিক্ষার্থীরা

বার্তাকন্ঠ
অক্টোবর ৮, ২০১৯ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল ইসলাম সৌরভ :-

ছাত্র খুন হওয়ার পর বুয়েটের উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলামের ক্যাম্পাসে না আসায় এবং নিহতের জানাজাতেও অংশ না নেওয়ায় বিস্ময়ের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এমনকি, ভিসিকে ফোন করেও পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। এ পরিস্থিতিতে, মঙ্গলবার ভিসির বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা।

ছাত্রলীগ কর্তৃক আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় তার তার সহপাঠীরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যথিত শিক্ষক-শিক্ষার্থীরাও ক্ষোভে ফুঁসে উঠেছেন। তবে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের পর বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম ক্যাম্পাসে যাননি। এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ফাহাদ হত্যাকাণ্ডের খবর শুনে বুয়েটের শেরেবাংলা হলে ছুটে যাওয়া প্রত্যেকেই উপাচার্যের অনুপস্থিতিতে বিস্মিত হয়েছেন। এ বিষয়ে সবার একটাই প্রশ্ন, ‘ভিসি কোথায়?’ তাকে মোবাইল ফোনে কল দিলেও তা রিসিভ করেননি তিনি।

সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের চাপের মুখে গণমাধ্যমকর্মীদের সামনে উপাচার্যকে মুঠোফোনে কল দেন প্রাধ্যক্ষ অধ্যাপক জাফর ইকবাল খান। তখন উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) কল রিসিভ করেন। তিনি জানান, উপাচার্য অসুস্থ। এ জন্য ক্যাম্পাসে আসতে পারবেন না।

এদিকে আবরারের হত্যার বিচারে আট দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আট দফা দাবির মধ্যে রয়েছে, আবরারের খুনিদের ফাঁসি দেওয়া, ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের স্থায়ী বহিষ্কার করা, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিতে হবে, উপাচার্যকে ৫টার মধ্যে ক্যাম্পাসে আসতে হবে, আবাসিক হলে ভিন্ন মতাবলম্বীদের নির্যাতনে জড়িতদের বিচার করতে হবে, আগের ঘটনাগুলোয় জড়িতদের শাস্তি দিতে হবে, শের ই বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।