নুরুজ্জামান লিটন :-
বিশ্বে প্রায় দশ হাজার কর্মী ছাঁটাই করবে যুক্তরাজ্য ভিত্তিক এইচএসবিসি (HSBC) ব্যাংক। ফলে বিশ্বে তাদের কর্মরত ৪ শতাংশ জনবল কমে যাবে। চলতি মাসের শেষে নিজস্ব ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হলে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু করবে ব্যাংকটি।
রবিবার ‘ফিনান্সিয়াল টাইমস’ এক প্রতিবেদনে এ দাবি করছে। যেসব কর্মকর্তার বেতন অনেক বেশি, প্রথমে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ব্যাংকটি।
ব্যাংকের অন্তবর্তী সিইও নোয়েল কুইন ব্যাংকের ব্যয় হ্রাস করতে চান। তিনি সাবেক সিইও জন ফ্লিন্ট এর স্থলাভিষিক্ত হয়েছেন।
সম্প্রতি বেক্সিটসহ সুদের হার কমে যাওয়া এবং বৈশি^ক কর যুদ্ধের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ব্যাংকটি।
বিশ্বে প্রায় আড়াই লাখ কর্মকর্তা এই ব্যাংকে চাকরি করেন। এর মধ্যে প্রায় একচল্লিশ হাজার কর্মকর্তা যুক্তরাজ্যে চাকরি করেন।