Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

বাবার প্রযোজনার ছবিতে জাহ্নবী

বার্তাকন্ঠ
অক্টোবর ১০, ২০১৯ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নজরুল ইসলাম ;-

বাবার প্রযোজনার ছবিতে জাহ্নবীগত বছর ‘ধড়ক’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। ছবি তেমন ব্যবসাসফল না হলেও প্রশংসিত হয়েছিল জাহ্নবীর অভিনয়। এরপর আর তাকে পেছন ফিরে দেখতে হয়নি। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক বিগ বাজেটের ছবি। সেই তালিকায় আছে গুঞ্জন সাক্সেনার বায়োপিক, রুহ আফজা ও দোস্তানা টু।তবে এসবের বাইরে আরও একটি বিশেষ ছবিতে কাজ করতে চলেছেন জাহ্নবী। বাবা বনি কাপুরের প্রযোজনায় ‘বোম্বে গার্ল’ নামে একটি ছবিতে দেখা যাবে তাকে। ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে আছেন সঞ্জয় ত্রিপাঠী। শুটিং শুরু হবে ২০২০ সালের জানুয়ারিতে। সেখানে নাকি একেবারে ভিন্ন লুকে হাজির হবেন জাহ্নবী। বাবা-মেয়ের একসঙ্গে কাজ, এই প্রজেক্ট দুজনের জন্যই খুব স্পেশাল হতে চলেছে।এ বিষয়ে বনি কাপুর জানান, ‘আমি ভীষণ এক্সসাইটেড। এতদিন জাহ্নবী যা করেছে, তার থেকে এক্কেবারে আলাদা রূপে ওকে এই ছবিতে পাওয়া যাবে। যখনই কোনও মা-বাবা তার সন্তানের সঙ্গে কাজ করেন, সেই সফরটা খুবই স্পেশাল হয়ে ওঠে। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। অর্জুনের সঙ্গে যখন প্রথমবার কাজ করেছিলাম, একই অনুভূতি হয়েছিল।’জাহ্নবীর বলিউডে অভিষেক হয়েছিল ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহারের হাত ধরে। তার প্রযোজিত ‘ধড়ক’-এ জাহ্নবীকে নায়িকা করেছিলেন করণ। নায়ক করেছিলেন সুপারস্টার শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টরকে। ছবিটি গত বছরের ২০ জুলাই মুক্তি পেয়েছিল। ৪১ কোটি টাকা নির্মাণব্যয়ের ‘ধড়ক’ আয় করেছিল ৯৪.৪ কোটি টাকা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।