Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ১১ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

কাস্টিং কাউচের সম্মুখীন সুরভিন

বার্তাকন্ঠ
অক্টোবর ১১, ২০১৯ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

শেখ নাসির উদ্দিন ==

চলচ্চিত্র জগতে কাস্টিং কাউচের মুখোমুখি তথ্য নতুন নয়। বলিউড থেকে হলিউড; সকল জায়গাতেই এই ঘটনার সম্মুখীন হওয়ার তথ্য সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। এবার সামনে এসেছে বলিউডের জনপ্রিয় নায়িকা সুরভিন চাওলার কাস্টিং কাউচের সম্মুখীন হওয়ার ঘটনা।
সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সুরভিন জানান, যখন তিনি অভিনয় শুরু করেন সেই সময় তার ওজন ছিল ৫৬ কেজি। পরিচালকরা সুরভিনকে ডাকতেন তার ক্লিভেজ এবং থাই দেখার জন্য। এরপর তারা বলতেন, তোমার ওজন বেশি। ফলে তোমায় নেয়া যাবে না।
শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবির দুনিয়াতেও কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। দক্ষিণের এক পরিচালক সম্পর্কে সুরভিন বলেন, একবার এক সিনেমার রেকির জন্য বাইরে যেতে হয়েছিল। ওই পরিচালক ওই সময় আমাকে বলেন, ম্যাম আমি আপনার শরীরের প্রত্যেকটি ইঞ্চি সম্পর্কে জানতে চাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।