Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ১১ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বিগবসে উত্তাপ ছড়াবেন এই অভিনেত্রী

বার্তাকন্ঠ
অক্টোবর ১১, ২০১৯ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সম্রাট আকবর =

গন্দি বাত’ নামের একটা ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী অন্বেষী জৈন। এছাড়া একের পর এক খোলামেলা ফটোশুট করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেই চলেছেন এই অভিনেত্রী। এবার তিনি হাজির হতে যাচ্ছেন বিগবস ১৩তে। বোঝায় যাচ্ছে এই অনুষ্ঠানে উত্তাপ ছড়াবেন অন্বেষী।
বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস ১৩’ শুরু হতে যাচ্ছে ২৯ সেপ্টেম্বর। আয়োজকদের আশা এবারও জমবে বিগবস। এবারের আয়োজনে শুধু তারকারাই পারফর্ম করবেন। এই সময়ের আলোচিত তারকাদের মাঝ থেকেই নেওয়া হয়েছে বিগবসের পারফর্মারদের।
অন্বেষী জৈনর আগে জানা গেছে এই আয়োজনের আরও কয়েকজন তারকার নাম। এবার প্রেমিক আরহান খানের সঙ্গে বিগ বস মাতাবেন আরেক অভিনেত্রী রেশমি দেশাই।
এবার মুম্বাইতে বসছে বিগবসের আসর। এখানে সালমান খানের সহ উপস্থাপক হিসেবে দেখা যাবে আমিশা পাটেলকে। এবারের অন্য প্রতিযোগীরা হলেন বিজেন্দর সিং, দেবলীনা ভট্টাচার্য, রাজপাল যাদব, দয়ানন্দ শেঠি, সিদ্ধার্থ শুক্লা, মাহিকা শর্মা, মেঘনা মালিক, পবিত্র পুনিয়া ও আরতি সিং।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।