
স্টাফ রিপোর্টার,কেশবপুর
সকল ভেদাভেদ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে হবে। নির্বাহী কমিটির সভা থেকে আগামী দিনের নেতৃত্ব গঠনে সকলকে ভূমিকা রাখতে হবে। যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির পৃথক নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিদ নার্গিস বেগম এ কথা বলেছেন। শুক্রবার সকালে কেশবপুর থানা বিএনপি কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও থানা শাখার সভাপতি আবুল হোসেন আজাদের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,জেলা নেতা গোলাম রেজা দুলু,অ্যাডভোকেট ইসাহক,রফিকুর রহমান তোতন, মিজানুর রহমান, একে শরফুদ্দৌলা ছোটলু ও যশোর নগর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক অমলেন্দু দাস অপু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস , পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক ্আলাাউদ্দিন আলা। আহ্বায়ক কমিটি গঠনে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিএনপি নেতা এস এম আলি রেজা , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাপদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কে এম খলিলূর রহমান, মাস্টার শফিকুল ইসলাম, রেজাউদ্দৌলা নিজাম, রেজাউল ইসলাম, হুমায়ুন কবীর, আব্দুল খালেক, বাবর আলী সরদার, অমেদ আলী, জিএম মহিউদ্দিন, শহিদুল ইসলাম মন্টু, মাসুদুজ্জামান মাসুদ ,নুরুন্নাহার নুরী প্রমুখ। সভা সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান । এ দিন বিকেলে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে পৌর বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন পৌর শাখার সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা । এ সময় উল্লিখিত অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন ,অধ্যক্ষ জুলফিকার আলী , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী ,সাবেক কাউন্সিলর আব্দুল হালিম , আব্দুল বারিক বিশ্বাস প্রমুখ। উভয় সভায় উত্থাপিত আহ্বায়ক কমিটির নাম গ্রহণ করে যশোর জেলা কমিটি কর্র্তৃক ঘোষণা দেওয়া হবে মর্মে জানানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে সকল সভা সম্পন্ন হয়।