Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১২ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

নিউইয়র্কে জুয়ার আসরে গোলাগুলি, নিহত ৪

বার্তাকন্ঠ
অক্টোবর ১২, ২০১৯ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

আলহাজ্ব হাফিজুর রহমান :=

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি জুয়ার ক্লাবে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।স্থানীয় সময় শনিবার সকালের দিকে ব্রুকলিনের কাছের শহর উইকিসভিলের উতিসা এভিনিউর একটি নৈশ ক্লাবে এ হামলার ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ব্রুকলিনে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গোলাগুলির উদ্দেশ্য এবং সেখানকার সঠিক পরিস্থিতি এখনও জানা যায়নি।ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। সেখানে তাস ও ‘ডাইস’ পাওয়া গেছে, সেগুলো ব্যবহার করে অবৈধভাবে জুয়া খেলা হত।স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ গোলাগুলির স্থানকে অফিস শেষের পরে মানুষের আড্ডার স্থান বলে বর্ণনা করেছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুলিতে আরও দুজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।