আলহাজ্ব হাফিজুর রহমান :=
আগের ম্যাচে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করেছিল আর্জেন্টিনা। রবিবার ইকুয়েডরকে পেয়ে রীতিমতো গোল উৎসব করল দলটি। স্পেনের এলচেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৬-১ গোলের জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল।
প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল আদায় করে নিয়ে ম্যাচে ফেরার বার্তা দিয়েছিল ইকুয়েডর। কিন্তু পরে আরো তিন গোল আদায় করে বড় জয় নিশ্চিত করে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, ডি মারিয়াবিহীন আর্জেন্টিনা।