রাশেদুর রহমান রাশু := সিনিয়র স্টাফ রিপোর্টার :=
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী করেছিলেন! শুনে নিশ্চয়ই চমকে উঠছেন? ভারতের গুজরাটের গান্ধীনগর এক স্কুলের পরীক্ষায় প্রশ্নপত্রে এমনটাই দেখা গিয়েছে।
জি নিউজ জানায়, গুজরাটের একটি স্কুলে ক্লাস নাইনের পরীক্ষায় প্রশ্ন করা হয়- কীভাবে আত্মঘাতী হয়েছিল জানেন? এমন প্রশ্ন দেখে পরীক্ষার হলেই তাজ্জব বনে যায় শিক্ষার্থীরা। দ্য সুফালাম শালা বিকাশ সাঙ্কুল নামে একটি সংগঠনের অধীনে স্কুলটি পরিচালিত হয়। সংগঠনটি সরকার অনুমোদিত বলে জানা গেছে। এ দিকে গুজরাটের স্কুলশিক্ষা দপ্তরও জানে না ঘটনাটি। তারাও বিষয়টি শুনে রীতিমতো অবাক।
গান্ধীনগরের জেলা স্কুল বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, এমন প্রশ্ন অত্যন্ত আপত্তিজনক। এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে স্কুলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। তার হত্যাকারী নথুরাম গডসে একজন হিন্দু মহাসভার গোপন সদস্য হিসেবে মনে করা হয়ে থাকে। গান্ধীকে হিন্দু বিদ্বেষী মনে করে হত্যা করে নথুরাম।