নুরুজ্জামান লিটন :=
ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দেশটির জাতীয় স্তরের চার হকি খেলোয়াড়ের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৪ অক্টোবর) মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ এলাকায় ৬৯ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএনআই। সংস্থাটি জানায়, ধ্যানচাঁদ ট্রফিতে অংশগ্রহণের জন্য আজ তারা ইতারসি থেকে হোসাঙ্গাবাদ যাচ্ছিল। গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই রাইসালপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় মাইক্রবাসটি। এতে ঘটনাস্থলেই চার হকি খেলোয়াড়ের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত চার হকি খেলোয়াড়ের পরিচয় জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা হলেন ইন্দোরের শাহনওয়াজ খান, ইতারসির আদার হার্দুয়া, জব্বলপুরের আশিষ লাল এবং গোয়ালিয়রের অনিকেত। এরা প্রত্যেকেই ভোপালে মধ্যপ্রদেশ স্পোর্টস একাডেমিতে প্রশিক্ষণরত ছিলেন।