Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলার দুই যৌনসঙ্গী, এক নারী এক পুরুষ

বার্তাকন্ঠ
অক্টোবর ১৫, ২০১৯ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আলহাজ্ব হাফিজুর রহমান :=

তৃতীয়বারের মতো বহুগামী সম্পর্কে জড়িয়েছেন মার্কিন অভিনেত্রী তথা গায়িকা বেলা থর্ন। এ খবর প্রকাশ্যে আসতেই হইচই। এর আগে মার্কিন র‌্যাপার মড সান ও ইন্টারনেট ব্যক্তিত্ব তানা মঞ্জিউয়ের সঙ্গে একই সঙ্গে সম্পর্কে ছিলেন বেলা। তবে সে ঘটনা অতীত। এবার তিনি সম্পর্কে রয়েছেন সংগীতশিল্পী বেঞ্জামিন ম্যাসকোলো এবং অপরিচিত এক নারীর সঙ্গে। তবে বেলার নতুন এই সম্পর্ক শুধু থ্রিসাম যৌনতা নয়, বরং তার থেকেও একধাপ এগিয়ে। জীবনের প্রতিটি মুহূর্তই একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই তিনজন। অর্থাৎ এক ধরনের জীবনযাত্রা। সম্প্রতি ইনস্টাগ্রামে নয়া বান্ধবীর সঙ্গে তোলা টপলেস ছবিও পোস্ট করেছেন ২১ বছর বয়সী অভিনেত্রী বেলা। অর্ধনগ্ন দুই নারীর ছবি তুলেছেন বেলার প্রেমিক বেঞ্জামিন। দুই বান্ধবীর ছবিতে কমেন্টও করেছেন এই সংগীতশিল্পী। ছবির সঙ্গে বেলার ক্যাপশন, ‘খুবই মিষ্টি মেয়ে। ক্যামেরা দেখলে লুকিয়ে পড়ে এমন কোনও মেয়ের সঙ্গে এই প্রথম সম্পর্কে জড়ালাম।’ কালো অন্তর্বাসে দুই নারীর ওই ছবি ভাইরাল হতে সময় লাগেনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।