Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ১৬ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

দেশজুড়ে ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করলো বাংলালিংক

বার্তাকন্ঠ
অক্টোবর ১৬, ২০১৯ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মো: ইদ্রিস আলী :=

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ ও উন্নত মানের ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। সম্প্রতি বাংলালিংকের প্রায় ১০০০টি সাইট ফোরজিতে আপগ্রেড করা হয়েছে। এছাড়া আরও ৪০০টি স্থানে সম্প্রসারণ করা হয়েছে বাংলালিংকের নেটওয়ার্ক কাভারেজ।

বিশেষ এই উপলক্ষ উদযাপনে সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত, চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্রস ওবায়েদ ও প্রতিষ্ঠানটির অন্যান্য সদস্যরা। ২০১৮ সালে সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম ক্রয় ও ফোরজি চালু করার পর থেকে বাংলালিংক নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে এবং প্রতিটি প্রান্তিকে ভালো ফলাফল করে আসছে।

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বাংলালিংকের মোট আয় বৃদ্ধি পেয়েছে ৫.৪%। ডেটা থেকে বাংলালিংক-এর ২৮% আয়ের বৃদ্ধি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন, আরও বেশি সংখ্যক গ্রাহককে উন্নত মানের বিভিন্ন ডিজিটাল সুবিধা দিতে বাংলালিংক প্রতিনিয়ত ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে।

এই ফোরজি প্রযুক্তি চালু ও নেটওয়ার্ক কাভারেজ সম্প্রসারণ আমাদের জন্য উল্লেখযোগ্য একটি অর্জন। এর মাধ্যমে প্রতিফলিত হয় কতোটা দ্রুততার সঙ্গে আমরা দেশব্যাপী নেটওয়ার্ক বিস্তার করে চলেছি। তিনি আরও বলেন, বাংলালিংক সব সময় গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নত মানের সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।