
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া সৌরভ গাঙ্গুলিকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তার মতে, টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়কের হাত ধরেই বদলে গেছে ভারতীয় ক্রিকেটের দৃশ্যপট।
সৌরভকে ভালোভাবে চেনা-জানা শোয়েবের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুজনের একসঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। ‘প্রিন্স অব কলকাতা’ সৌরভের বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়াটাকে যথোপযুক্ত হিসেবে দেখছেন শোয়েব।নিজের ইউটিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, “একজন ব্যক্তি যিনি ভারতীয় ক্রিকেট পরিবর্তন করে দিয়েছেন তিনি হলেন সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানকে ভারত হারাতে পারে ৯৭-৯৮ এর আগে এটা ভাবাই যেত না। সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার আগে আমি কখনো মনে করি করিনি, পাকিস্তানকে হারানোর কোনো উপায় ভারতের আছে। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের মানসিকতা পরিবর্তন করে দিয়েছেন। ভারতের হয়ে খেলার জন্য মেধাবী খেলোয়াড় বাছাইয়ের চোখ তার আছে।”
“সৌরভ গাঙ্গুলি একজন বড় নেতা। মেধাবী খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তিনি খুবই সৎ। ক্রিকেট নিয়ে তার জ্ঞান অসাধারণ।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho