শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর হাত ধরে আবারো সিনেমায় কাজল

মশিয়ার কাজল :=

এক সময়ের বলিউডের হার্টথ্রব নায়িকা ছিলেন কাজল। তার অভিনীত অনেক ছবিই দর্শক হৃদয়ে আজও দখল করে আছে। সেই কাজলকে দীর্ঘদিন থেকে পর্দায় দেখা মেলেনি। দীর্ঘ বিরতি ভেঙে আবারও পর্দায় আসছেন। তবে এবার আসছেন স্বামী অজয় দেবগনের হাত ধরে।
ত্রিভঙ্গ’ সিনেমার মাধ্যমে আবারও তিনি পর্দায় আসছেন। এটি পরিচালনা করেছেন রেণুকা সাহানি। আর প্রযোজনায় আছেন অজয় দেবগন। কাজল ছাড়াও ‘ত্রিভঙ্গ’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কুণাল রায় কাপুর, মিথিলা পালেকর এবং তন্বী আজমি।
ছবির গল্প গড়ে ওঠে আসে তিন নারীকে কেন্দ্র করে। তিন প্রজন্মের তিন নারী চরিত্র নয়ন, অনু, মাশাকে নিয়ে গল্প ফেঁদেছেন পরিচালক রেণুকা। ১৯৮০ থেকে ২০১৯, বিগত ২৯ বছরে কীভাবে এই তিন নারী চরিত্রের জীবন বদলে গিয়েছে, সেই কাহিনীই দেখা যাবে সিনেমায়। নয়নের চরিত্রে দেখা যাবে কাজলকে। আর অনু ও মাশার চরিত্রে দেখা যাবে যথাক্রমে মিথিলা এবং তন্বীকে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে প্রা.বি.সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

স্বামীর হাত ধরে আবারো সিনেমায় কাজল

প্রকাশের সময় : ০৯:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
মশিয়ার কাজল :=

এক সময়ের বলিউডের হার্টথ্রব নায়িকা ছিলেন কাজল। তার অভিনীত অনেক ছবিই দর্শক হৃদয়ে আজও দখল করে আছে। সেই কাজলকে দীর্ঘদিন থেকে পর্দায় দেখা মেলেনি। দীর্ঘ বিরতি ভেঙে আবারও পর্দায় আসছেন। তবে এবার আসছেন স্বামী অজয় দেবগনের হাত ধরে।
ত্রিভঙ্গ’ সিনেমার মাধ্যমে আবারও তিনি পর্দায় আসছেন। এটি পরিচালনা করেছেন রেণুকা সাহানি। আর প্রযোজনায় আছেন অজয় দেবগন। কাজল ছাড়াও ‘ত্রিভঙ্গ’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কুণাল রায় কাপুর, মিথিলা পালেকর এবং তন্বী আজমি।
ছবির গল্প গড়ে ওঠে আসে তিন নারীকে কেন্দ্র করে। তিন প্রজন্মের তিন নারী চরিত্র নয়ন, অনু, মাশাকে নিয়ে গল্প ফেঁদেছেন পরিচালক রেণুকা। ১৯৮০ থেকে ২০১৯, বিগত ২৯ বছরে কীভাবে এই তিন নারী চরিত্রের জীবন বদলে গিয়েছে, সেই কাহিনীই দেখা যাবে সিনেমায়। নয়নের চরিত্রে দেখা যাবে কাজলকে। আর অনু ও মাশার চরিত্রে দেখা যাবে যথাক্রমে মিথিলা এবং তন্বীকে।