মনিরুল আলম মিশর :=
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঝিকরগাছা উপজেলা শাখা আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা যুবলীগ এর সুযোগ্য সহ-সভাপতি ও ঝিকরগাছা উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আজহার আলীর সভাপতিত্বে অত্র সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ সাজ্জাদুল আলম, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল জব্বার, উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর মনি, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামীম রেজা, উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, আহ্বায়ক কমিটির সদস্য জাফিরুল হক, উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল বারিক, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টো, আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সোহাগ, আহ্বায়ক কমিটির সদস্য শাহেদুর রহমান শিপলু, আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক একরামুল হক খোকন, যুগ্ম-আহ্বায়ক মুনিরুল আলম মিশর, যুগ্ন-আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু প্রমুখ।
সংগঠন বহির্ভুত কর্মকান্ড, ক্ষমতার অপব্যবহার ও আহ্বায়ক কমিটির ২০(কুড়ি) জন সদস্যের মতামত গ্রহণ না করেই মাত্র দুইজন যুগ্ম-আহ্বায়কের স্বাক্ষরে ঘরে বসেই বিভিন্ন ইউনিয়ন কমিটি প্রদান করায় অদ্য বর্ধিত সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির স্বাক্ষরকারী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং মাত্র দুইজন যুগ্ন-আহ্বায়ক দ্বারা প্রদানকৃত কমিটির উপরে অনাস্থা প্রদান করেন ও তীব্র নিন্দা জ্ঞ্যাপন করেন। উল্লেখ্য ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব ওবাইদুর রহমানের আকষ্মিক মৃত্যুতে উক্ত পদটি দীর্ঘদিন শুন্য রয়েছে।