
ক্রিকেট বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে ভারত। টেস্ট ব়্যাংকিংয়ে এখন এক নম্বর দল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০ পয়েন্ট নিয়ে মগডালে তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও দাপট দেখাচ্ছেন বিরাট কোহলিরা। তবে সবশেষ ছয় বছরে বড় কোনও ট্রফি জিততে পারেননি তারা। এ নিয়ে এবার কোহলিকে 'কঠোর' বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছেন তিনি। আগামী ২৩ অক্টোবর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের মসনদে বসবেন দাদা।
২০১১ সালে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি জেতেন মেন ইন ব্লুরা। বড় মঞ্চে শেষ দুটি ট্রফিই আসে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে।
এরপর এখন পর্যন্ত বিশ্বমঞ্চে সাফল্য নেই ভারতের। ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় তারা। ২০১৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই দশা। সেমিতে পৌঁছে থামে ভারতীয় দল। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারে তারা। ২০১৯ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপে শেষ চারে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায়ঘণ্টা বাজে কোহলিদের।
মহারাজ বলেন, কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান। এ নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। তবু কেন বড় মঞ্চে বারবার সেমি কিংবা ফাইনালে গিয়ে দল ব্যর্থ হচ্ছে। সেটা বিরাটকেই শুধরাতে হবে।
শেষমেশ সৌরভ জানিয়ে দেন,আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ আসরের শিরোপা কোহলির হাতে দেখতে চান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho