Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ১৮ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

প্রেমের গুঞ্জন নিয়ে কৃতির বক্তব্য”

বার্তাকন্ঠ
অক্টোবর ১৮, ২০১৯ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার := 

প্রেমের গুঞ্জন নিয়ে কৃতির বক্তব্য”  অভিনেতা পুলকিত সম্রাট ও অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রেম নিয়ে অনেক চর্চা হয়েছে। তবে তাদের সম্পর্ক টেকেনি।কয়েকদিন ধরে বলিপাড়ায় কানাকানি চলছে, ইয়ামির সঙ্গে ব্রেকআপের পর অভিনেত্রী কৃতি খারবান্দার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পুলকিত। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে এ জুটিকে।তবে এ নিয়ে এক সাক্ষাৎকারে কৃতি খারবান্দা বলেন, সবাই এমন ভাবছে বলে ভালো লাগছে। আমার ধারণা আমাদের দুজনকে একসঙ্গে অনেক ভালো মানিয়েছে। আমি হ্যাঁ অথবা না কিছুই বলছি না। আপনাদেরকেই এটি খুঁজে বের করতে হবে।গত বছর বীরে কি ওয়েডিং সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। আনীজ বাজমি পরিচালিত পাগলপান্তি সিনেমায় দেখা যাবে তাদের।এর আগে কৃতির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে পুলকিত বলেন, ইয়ামির সঙ্গে, কৃতির সঙ্গে— এই সকল খবর আমি নজর দিই না। এগুলো আমাদের কাজের অংশ। আমার সম্পর্ক শুধু বরুণ শর্মার সঙ্গে! তার সঙ্গে দুটি সিনেমা করেছি। কাজের প্রতিই আমার মনোযোগ। আমাকে নিয়ে এই বিষয়ে লেখা হলেই বেশি খুশি হবো।২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর থেকে প্রায়ই বলিপাড়ায় তার প্রেমের গুঞ্জন চাউর হয়।কৃতি খারবান্দার পরবর্তী সিনেমা হাউসফুল ফোর। এতে আরো অভিনয় করছেন— অক্ষয় কুমার, ববি দেওল, রিতেশ দেশমুখ, কৃতি স্যানন, পূজা হেগড়ে। আগামী ২৫ অক্টোবর এই সিনেমা মুক্তি পাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।