মাহবুবুল আলম টুটুল :=
শেখ রাসেলের জন্মদিনে বিভিন্ন কর্মসূচি উদযাপিত” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে যশোরে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়েছে।শুক্রবার জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। বিকেলে ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া ও কেক কাটা। এম এম কলেজ ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। এসময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সহসভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক আয়ুব হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ মাস্টার, ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েস আহমেদ রিমু, জুম্মন হোসেন প্রমুখ।অপরদিকে, এ উপলক্ষে শিশু একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিকে, শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপন করেছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।শুক্রবার বিকেলে মোহিত কুমার নাথ তার শহরের রেল রোডে অবস্থিত নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন। এর পর শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।