Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১৯ অক্টোবর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

নার্গিস ফাখরির সঙ্গে সিনেমা হবে, নিশ্চিত করলেন শাকিব

বার্তাকন্ঠ
অক্টোবর ১৯, ২০১৯ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল ইসলাম সৌরভ :=

বিশ্ব শান্তি দিবসে ঢাকার মঞ্চে ‘মিউজিক ফর পিস বা শান্তির জন্য সংগীত’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন দেশের জনপ্রিয় বহু তারকা। এ সমাবেশে মধ্যমণি হয়ে উপস্থিত ছিলেন ‘রকস্টার’ খ্যাত বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। সেখানেই গুঞ্জন ওঠেছিলো শাকিব খানের বিপরীতে দেখা যাবে এই বলিউড অভিনেত্রীকে।

যদিও অনুষ্ঠানে টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপস শাকিব খানকে ইঙ্গিত করে বলেছিলেন, ‘আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মসের জন্য যে কোন সময়ই তিনি দিতে প্রস্তুত।’ পাশে দাঁড়ানো ফাখরিকে প্রশ্ন ছুঁড়ে দেন শাকিব, ‘রাইট ফাখরি?’ তখন নার্গিস ফাখরি সম্মতিসূচক মাথা নাড়েন।

এরপর থেকেই শাকিব ভক্তরা খুব করে চাইছিলো গুঞ্জনটি যেনো সত্য হয়। এর জের ধরেই যেন শাকিব খান খোদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেন। একটি গণমাধ্যমে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে স্বাক্ষাৎকার দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’। সেখানেই তিনি জানিয়েছেন বলিউডের নার্গিস ফাখরির সঙ্গে জুটি বাধবেন তিনি।

শাকিব খান বলেন, ‘নারগিস ফাখরির সঙ্গে সিনেমাটি করবো। তার সঙ্গে কথা হয়েছে। আগামী বছর সিনেমাটির শুটিং হবে। এটুকুই কেবল বলবো- কাজটি হবে। আমাদের দুজনকে দর্শকরা এক সঙ্গে দেখবেন একটি সিনেমায়।’

ধারণা করা হচ্ছে তাপসের টিএম ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মিত হবে। ইতিমধ্যে শাকিব ‘আগুন’ সিনেমার শুটিং শেষ করেছেন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে জাহারা মিতুকে। এছাড়া শুটিং চলছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘বীর’ ছবির। সেখানে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আর ছবিটির পরিচালনায় রয়েছেন কাজী হায়াৎ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।