যশোরের ঝিকরগাছা উপজেলার হড়িয়াদেয়াড়ায় ১৬ দলীয় কাবাডি প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্ব ছিল। সেখানে সাধারণ মানুষের ঢল ছিল, ছিল মিলন মেলা।হাড়িয়াদেয়াড়া গ্রামবাসীর আয়োজনে কপোতাক্ষ নদের তীরে আজ বিকেলে ফাইনালে লক্ষ্মীপুর দলকে ২-০ পয়েন্টে হারিয়ে চান্দুটিয়া দল বিজয়ী হয়। চাম্পিয়ন দলকে একটি গরু ও বিজিত দলকে ছাগল পুরষ্কার দেয়া হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন।
ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও থানার ওসি আব্দুর রাজ্জাক। যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলীর নেতৃত্বে এক ঝাঁক যুবলীগ ও উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।
গত ৪ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে ১৬ টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেয়। ফাইনাল ম্যাটটি পরিচালনা করেন আমিনুর রহমান হেলাল ও মেম্বর শহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho