প্রকাশের সময় :
০৮:১৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
২৭৩
কামরুজ্জামান শাহীন :=স্টাফ রিপোর্টার, ভোলা :=
ভোলায় পুলিশ মুসুল্লি সংঘর্ষের ঘটনায় ৪ মুসুল্লি নিহতের প্রতিাদে ৬ দফা দাবিতে প্রেসকাবের সামনে বিােভ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ সময় তারা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ নামের নতুন একটি সংগঠন নাম ঘোষণা করেন।
তারা আগামীকাল সোমবার সকাল বেলা ১১ টায় ভোলা সরকারি স্কুল মাঠে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশের ঘোষনা করেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতারা।
এবং তারা ভোলা প্রেসকাবের সামনে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তব্যে ৬দফা ঘোষণা করেন।
৬ দফাগুলো হলো-
(১) মহানবী (সঃ)কে গালি দেওয়া বিপ্লব চন্দ্র শুভ’র ফাঁসি কার্যকর,
(২)নিহত শহীদদের লাশ বিনা ময়ন্ তদন্ত ছাড়া হস্তান্তর করা।
(৩) সংঘর্ষে ঘটনায় আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করা।
(৪) বোরহানউদ্দিনের থানার ওসি ও ভোলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা।
(৫) নিহতদের পরিবারকে তিপূরণ দিতে হবে।
(৬) সংঘর্ষেও সময় গ্রেপ্তারকৃতদের নিঃশর্তে মুক্তি দিতে হবে।
মাওলানা মো. বশির উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, সর্বদলীয় ঐক্য পরিষদের সদস্য সচিব মাওলানা মো.মিজানুর রহমান, মাওলানা তাজ উদ্দিন ফারুকী। বক্তারা আগামী কাল সোমবার(২১অক্টোবর) মধ্যে তাদের ৬ দফা দাবী না মানলে লাগাতর আন্দোলন ঘোষনা দিবেন বলে হুশিয়ার করে দেন।