
ব্রিটিশ রাজপরিবারের দুই ভাইয়ের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। প্রিন্স হ্যারি এবং উইলিয়ামের মতপার্থক্য চলে এসেছে প্রকাশ্যে। আর এ ফাটলের কথা স্বীকার করেছেন স্বয়ং প্রিন্স হ্যারি।
তিনি ব্রিটিশ একটি টেলিভিশনকে বলেছেন, উইলিয়ামের সঙ্গে আমার দূরত্ব সৃষ্টি হয়েছে। আমরা দু’জন এখন অনেকটাই দুই পথের মানুষ।আইটিভিকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স আরো বলেন, সম্পর্কের মধ্যে যেমন ভালো দিন আছে, তেমনই খারাপ সময়ও যায়। এটিকে মেনে নিয়েই চলতে হবে।
গুঞ্জন রয়েছে, রাজপরিবারের এ ভাঙনের পেছনে হাত রয়েছে প্রিন্স উইলিয়ামের স্ত্রী তথা ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন এবং প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেলের।মেগান মার্কেলের সঙ্গে সম্প্রতি সাউথ আফ্রিকা ট্যুরের সময় হ্যারি বলেন, আমরা দুই ভাই, আমরা সর্বদা ভাই থাকব। হয়ত এই মুহূর্তে দু’জন দুই পথে রয়েছি কিন্তু আমি সর্বদা তার পাশে রয়েছি এবং আমি জানি সেও আমার পাশে আছে। আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু ব্যস্ততার কারণে আমাদের দু’জনের দেখা হয় না।
এ বিষয়ে পরিবারের ঘনিষ্ট ও নির্মাতা নিকের মন্তব্য, ‘দুই সুন্দরী নারী। একজন ব্রিটিশ, অন্যজন আমেরিকান। একজন ব্রিটিশ সৌন্দর্যের প্রতীক, অন্যজন প্রাক্তন অভিনেত্রী। তাই, তাদের লড়াই নিয়ে মুখরোচক গল্প তৈরি সহজ। সত্যিটা কিন্তু অনেকটাই আলাদা।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho