শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অতিথী পাখি নিধন উৎসব!

আল্লাহর সৃষ্ঠি অপরুপ সুন্দর প্রকৃতির ভারসম্য রক্ষাকারী প্রাণী পাখি।পাখির কিচিরমিচির শব্দ , গোধুলি লগ্নে খোলা আকাশে পাখির নীড়ে ফিরে যাওয়ার দৃশ্য এগুলো সব আজ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ, বাস্তবে বিলুপ্ত প্রায়।প্রতি বছর অক্টোবর মাসের শুরুতে বাংলাদেশে প্রচুর অতিথী পাখি আসে যার ধারাবাহিকতায় এবারো পূটখালী ইউনিয়নের বৃত্তিআচড়া , বালুন্ডা , বারোপোতা ও শিকড়ী গ্রাম বেষ্টিত বললীর বিল নামক বিলে প্রচুর পাখির আনাগোনা । কিন্তু কিছু অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশে পাখি অবাধে শিকার করছে। যার ফলে প্রকৃতি আজ হুমকির মুখে। নাম প্রকাশে অনুচ্ছিক একজন গ্রামবাসী জানান কিছু ব্যক্তির কারনে আজ এই ঐতিহ্যবাহী বিলের সৌন্দর্য্ নষ্ঠ হচ্ছে।কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে এরা লাগামহীন ।এলাকার একজন শিক্ষক  বলেন জনসচেতনাতার অভাবে মানুষ এগুলা করছে। প্রশাসনের উচিত মানুষকে সচেতন করা আইন সম্পর্কে ধারনা দেওয়া তানাহলে পাখি শিকার বন্ধ সম্ভব না।জনসচেতনতাই পারে পাখি রক্ষা করতে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

অতিথী পাখি নিধন উৎসব!

প্রকাশের সময় : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

আল্লাহর সৃষ্ঠি অপরুপ সুন্দর প্রকৃতির ভারসম্য রক্ষাকারী প্রাণী পাখি।পাখির কিচিরমিচির শব্দ , গোধুলি লগ্নে খোলা আকাশে পাখির নীড়ে ফিরে যাওয়ার দৃশ্য এগুলো সব আজ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ, বাস্তবে বিলুপ্ত প্রায়।প্রতি বছর অক্টোবর মাসের শুরুতে বাংলাদেশে প্রচুর অতিথী পাখি আসে যার ধারাবাহিকতায় এবারো পূটখালী ইউনিয়নের বৃত্তিআচড়া , বালুন্ডা , বারোপোতা ও শিকড়ী গ্রাম বেষ্টিত বললীর বিল নামক বিলে প্রচুর পাখির আনাগোনা । কিন্তু কিছু অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশে পাখি অবাধে শিকার করছে। যার ফলে প্রকৃতি আজ হুমকির মুখে। নাম প্রকাশে অনুচ্ছিক একজন গ্রামবাসী জানান কিছু ব্যক্তির কারনে আজ এই ঐতিহ্যবাহী বিলের সৌন্দর্য্ নষ্ঠ হচ্ছে।কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে এরা লাগামহীন ।এলাকার একজন শিক্ষক  বলেন জনসচেতনাতার অভাবে মানুষ এগুলা করছে। প্রশাসনের উচিত মানুষকে সচেতন করা আইন সম্পর্কে ধারনা দেওয়া তানাহলে পাখি শিকার বন্ধ সম্ভব না।জনসচেতনতাই পারে পাখি রক্ষা করতে।