যশোর ব্যুরো :=
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেছেন, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে চালকের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। চালকদের যেমন ওভারটেকিং ও অসুস্থ প্রতিযোগিতার মানসিকতা থেকে বের হতে হবে, তেমনি জনসাধারণকেও সড়কের শৃঙ্খলা মেনে চলতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মঙ্গলবার বিআরটিএ’র আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার ফতে আলী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি, বিআরটিএ যশোর ও নড়াইল সার্কেলের সহকারী পরিচালক কাজী মোরছালীন, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলী আকবর প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ স্লোগানে সকাল সাড়ে নয়টায় যশোর কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। শোভাযাত্রায় শহরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা অংশ নেয়। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পথচারীদের মধ্যে সচেতনতামূলক পোস্টার ও হ্যান্ডবিল বিতরণ করা হয়।