আশরাফ সাগর,(জবি) প্রতিনিধি:=
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদ। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষকা এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।