
সেলিম রেজা , নাভারন ব্যুরো :=
যশোরের শার্শার বুরুজবাগান হাইস্কুল মাঠে আজ বৃহস্পতিবার বিকেলে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় তালা ফুটবল একাদশ নাভারন কাজীরবেড় ফুটবল একাদশ কে ৬/৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলার প্রধান অতিথি ছিলেন ,শার্শা খানার ওসি , বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নাভারন কলেজের অধ্যক্ষ ও দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক বিজয়ীদের মাঝে চাম্পিয়ান ও রানার আপ ট্রর্পি সহ নগদ ২০/১০ হাজার টাকা প্রদান করেন। খেলাটির সভা পতিত্ব করেন সোহরাব হোসেন চেয়ার ম্যান ১০ নং শার্শা ইউঃ পরিষদ এবং সার্বিক পরিচালনায় সাংবাদিক সেলিম রেজা।