প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০১৯, ৭:৫৩ পি.এম
চালু হলো অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণ

রোকনুজ্জামান রিপন :=
চেক ও ইলেকট্রনিক পদ্ধতিতে দেশের আন্তঃ ব্যাংক লেনদেন গতিশীল, ঝুঁকিমুক্ত ও এর পরিধি সম্প্রসারণে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার এই কার্যক্রম শুরু করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ সংস্করণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দিনে দুইবার নিষ্পত্তি করা হবে। ফলে এর মাধ্যমে পরিশোধিত বেতন ভাতা, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত ভাতাদি, ডিভিডেন্ট ওয়ারেন্ট, বিল ও অন্যান্য পরিশোধ একই দিনে প্রাপকের হিসাবে জমা হবে। যা দেশের আর্থিক লেনদেন ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন চালু হওয়া এই ব্যবস্থায় প্রথম দিনে পঁয়ষট্টি হাজার ৭৩৬টি চেকের নিষ্পত্তি হয়। ষাট হাজারের অধিক ইএফটি লেনদেন হয় যার আর্থিক মূল্য যথাক্রমে সাত হাজার ছয়শ কোটি টাকা ও ৪৪০ কোটি টাকার বেশি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho